আইডিবির ভাইস-চেয়ারম্যান হওয়ার খবর সঠিক নয়: অর্থমন্ত্রী

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বোর্ড অব ডিরেক্টরর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর সঠিক নয়। আইডিবিতে এ ধরনের পজিশনের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৮ সেপ্টেম্বর) অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানিয়েছেন, সেখানে আমারও ভূমিকা আছে, এবারও ছিল। এবার আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আমার অনুপস্থিতিতে আমাদের ইআরডির সচিব ছিলেন। সুতরাং আগামীতেও মিটিংয়ে আমার অবস্থান থাকবে, সেটা ঠিক আছে। তবে নাম বা পদবির পরিবর্তন সেখানে হতে পারে না।

অর্থমন্ত্রী বলেন, আইডিবিতে আমার অবস্থান কী সেটা দেশে গেলে জানাতে পারবো। দেশে না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। আমার জানা মতে, আইডিবিতে এ ধরনের পজিশনের ব্যবস্থা নেই। তাদের অর্গানোগ্রাম যেটা আছে, সেখানে এমন কোনও পদবি নেই। সুতরাং এটা কে বা কারা বলেছে জানি না।