বাজুসের সভাপতি আনভীর ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। সেই সঙ্গে তৃতীয়বারের মতো সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা। 

নির্বাচন বোর্ডের তথ্যনুযায়ী, সংগঠনটির ২০২১- ২০২৩ মেয়াদে সভাপতি , সহসভাপতি,  সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ এবং নির্বাহী সদস্যসহ ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত হয়েছে। বাজুস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাজুসের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের নতুন সভাপতি সায়েম সোবহান আনভীর দেশের ইতিহাসে প্রথম বেসরকারিখাতে গোল্ড রিফাইনারি স্থাপনের উদ্যোক্তা। আর টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়ালার হাত ধরেই স্বর্ণনীতিমালা বাস্তবায়ন হয়েছে।

দিলীপ কুমার আগরওয়ালা সকল জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘দেশের জুয়েলারি শিল্পে আমাদের যে ঐতিহ্য ও সক্ষমতা রয়েছে, তাতে আমরা অতি অল্প সময়ের মধ্যে বিশ্ব বাণিজ্যে নেতৃত্ব দিতে পারবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অচিরেই দেশীয় জুয়েলারি অলংকার বিশ্ববাজারে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি আরও সমৃদ্ধি করবো।