ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চালু হলো ই-লোন

দেশের অন্যতম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা শক্তি ফাউন্ডেশন ও শীর্ষস্থানীয় লজিস্টিক প্ল্যাটফর্ম ডেলিভারি টাইগারের যৌথ প্রয়াসে চালু হলো ‘ই-লোন’। ক্ষুদ্র ও মাঝারি আকারের অনলাইন খুচরা ব্যবসায়ীরা যাতে আবেদনের ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যেই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এই ঋণ কার্যক্রম।

এ উপলক্ষে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে শক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও ডেলিভারি টাইগারের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর।

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ আবেদন গ্রহণ, বিতরণ ও ঋণ পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একদিকে যেমন ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনের সময়ে দ্রুত ঋণ পাবেন, অন্যদিকে এই ঋণের সার্ভিস চার্জও হবে অপেক্ষাকৃত কম। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তা যারা ট্রেড লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রের অভাবে ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন না, তারাও এই ই-লোন সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।

এতে অনলাইন খুচরা ব্যবসায়ীদের ব্যবসার জন্য ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছে শক্তি ফাউন্ডেশন ও ডেলিভারি টাইগার।