আবাসনে ‘কালো টাকা’ বিনিয়োগের সুযোগ রাখার দাবি

আবাসন খাতে ‘কালো টাকা (অপ্রদর্শিত আয়)’ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। শনিবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানানো হয়েছে। 

তাদের অন্য দাবিগুলো হচ্ছে, জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস, সেকেন্ডারি বাজার সৃষ্টির সুযোগ তৈরি করা ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক 'হাউজিং লোন' এর নামে ২০ হাজার কোটি টাকার রিফিন্যান্সিং তহবিল গঠন করা।  

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের প্রসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।

তিনি বলেন, 'বাজেট প্রস্তাবনায় আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনাপ্রশ্নে বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার বিষয়টি। ২০২০-২০২১ অর্থবছরে বিনাপ্রশ্নে বিনিয়োগের সুযোগ থাকায় ২০ হাজার ৬০০ কোটি টাকা অর্থনীতির মূল ধারায় এসেছে। সরকার ২ হাজার কোটি টাকার উপরে রাজস্ব পেয়েছে।' 

তিনি জানিয়েছেন, ২০২১-২২ সালের বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিষয়টি স্পষ্ট নির্দেশনা না থাকায় এখানে মাত্র ৯০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। গত একবছরে বিদেশে টাকা পাচার ৫৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। 

রিহ্যাব সভাপতি বলেন, 'এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হলে আমরা আশা করছি ৫০ হাজার কোটি টাকা এই খাতে বিনিয়োগ আসবে।'

অর্থমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন- অপ্রদর্শিত অর্থ উৎপাদনের জন্য বিদ্যমান ব্যবস্থাটাই দায়ী। হঠাৎ করে বা রাতারাতি সিস্টেম পরিবর্তন করা সম্ভব না। আমাদের বক্তব্য হচ্ছে, নিবন্ধন ব্যয় ১২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে দুই-তিন শতাংশে নিয়ে এসে ধীরে ধীরে সিস্টেম পরিবর্তন করলে তবেই সঠিক মূল্যে রেজিস্ট্রেশন হবে এবং সার্বিক অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ বৈধ বলে গণ্য করা যাবে।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিহ্যাব সহসভাপতি কামাল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ ও সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।