অপসারিত এমডির দেশত্যাগ ঠেকাতে দুদকে চিঠি

অপসারণ হওয়া ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন যেন বিদেশে যেতে না পা‌রে সেজন্য ব্যবস্থা নি‌তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চি‌ঠি দি‌য়ে‌ছে আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দুদকে পাঠানো চিঠির একটি কপি বাংলাদেশ ব্যাংকেও পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়েছেন বর্তমান এম‌ডি (চলতি) মুন রানী দাস। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা‌ গে‌ছে।

চিঠিতে এস এম শামসুল আরেফিন যেন কোনওভাবেই দেশত্যাগ না করতে পারেন সেজন্য তার পাসপোর্ট জব্দসহ বিদেশ পালানোর সুযোগ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানা‌নো হ‌য়ে‌ছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায় শামসুল আরেফিনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হয়েছে। তবে দুদকের তদন্ত কার্যক্রম এখনও চলমান। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দুদকসহ উপযুক্ত কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ প্রতিষ্ঠানটির এমডি এস এম শামসুল আরেফিনকে অপসারণ করে।