বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২২-২৩ অর্থবছরে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এ কারণে শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের জন্য ২৫ ভাগ লভ্যাংশ ঘোষণা করেছে সংস্থাটি।
রবিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৩১৮ তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। অন্যন্যের মধ্যে বিএসসি পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএসসির জন্য আরও নতুন নতুন জাহাজ সংগ্রহের বিষয়ের আলোচনা হয়। বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ সংগ্রহের সক্ষমতা অর্জন করেছে বলে বৈঠকে জানানো হয়।