বিএসআরএমর শেয়ার দর খতিয়ে দেখতে বিএসইসির কমিটি

বিএসআরএমপুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা ও সহকারি পরিচালক সুলতান সালাহ উদ্দিন।
কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি থেকে বিএসআরএমের শেয়ারের দর প্রায় টানা বেড়েই চলেছে। ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১৩ টাকা ৮০ পয়সা। আর ২ মার্চ বুধবার দিনশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ২০৪ টাকা ৩০ পয়সায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯০ টাকা ৫০ পয়সা বা ৭৯.৫২ শতাংশ।
এদিকে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে ২৯ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটি দর অস্বাভাবিক হারে বাড়ছে।
/এমএসএইচ