‘টাকাপে’ কার্ড প্রকল্প বাস্তবায়নে চুক্তির সই

দেশীয় কার্ড প্রকল্প ‘টাকাপে’ বাস্তবায়নের জন্য থ্যালস ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটির (সাবেক জেমলাটো) স্পেসিফিকেশন পার্টনার হিসেবে মেসার্স দ্য ইন্সট্রুমেন্টাল ক্লিক-এর সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত ইএমভি প্রযুক্তি স্পেসিফিকেশন সফটওয়্যার লাইসেন্স বাস্তবায়ন ও সংশ্লিষ্ট পরিষেবার মধ্যে থাকবে দেশি ও বিদেশি ব্যাংকগুলোর পক্ষ থেকে লেনদেন প্রক্রিয়াকরণের জন্য একটি হোয়াইট লেবেল অ্যাপের সম্পূর্ণ ইকো সিস্টেম— যা ইএমভিভিত্তিক স্পর্শ ও স্পর্শহীন ডিআই কার্ড সাপোর্ট করবে। এটি হবে দেশজুড়ে অর্থ লেনদের সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও বায়ো মেট্রিক স্পেসিফিকেশন।

বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টামেন্টের ডিরেক্টর (আইসিটি) মো. আমির হোসাইন পাঠান ও থ্যালস ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটির বাংলাদেশ পার্টনার মেসার্স ইন্সট্রুমেন্টাল ক্লিক-এর ম্যানেজিং পার্টনার মারুফ আলম এই চুক্তি সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ইন্সট্রুমেন্টাল ক্লিকের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।