বেসরকারি খাতের জন্য ‘উৎসাহবান্ধব’ বাজেট করবে সরকার

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বেসরকারি খাতের জন্য উৎসাহবান্ধব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, আমরা বেসরকারি খাতের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।

রবিবার (১০ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব হবে। আমাদের সরকার বেসরকারি খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা চাই বেসরকারি খাত প্রসারিত হোক, দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখুক।