কর্মসংস্থান বাড়ার খবরে ঘুরে দাঁড়িয়েছে ওয়াল স্ট্রিট

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারযুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ার খবরে ঘুরে দাঁড়িয়েছে ওয়াল স্ট্রিট। দেশটির এ স্টক মার্কেটে রবিবার বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
সম্প্রতি দেশটির পক্ষ থেকে জানানো হয় গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে ২ লাখ ৪২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যদিও সরকারের লক্ষ্য ছিল এক লাখ ৯০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা।
এদিন ডাউজোন্সের সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া এস অ্যান্ড পি-৫০০ সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৯৯ পয়েন্টে এবং নাসডাক সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৭ পয়েন্টে।
/এসএনএইচ