উৎপাদন বাড়াতে বেঙ্গল ফিডের সাথে চুক্তি করবে আমান ফিড

আমান ফিডপুঁজিবাজারের তালিকাভুক্ত আমার ফিড কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির উৎপাদন বাড়াতে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ কোম্পানির সাথে একটি চুক্তি সই করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাজারে চাহিদা থাকায় কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুযায়ী আমান ফিডের সরবরাহ করা কাঁচামাল দিয়ে প্রতি মাসে অতিরিক্ত ৭০০ মেট্রিক টন মাছের খাদ্য পণ্য উৎপাদন করবে বেঙ্গল ফিড। আগামী ১১ মার্চ থেকে একটানা ১২ মাস এ পণ্য উৎপাদন করে আমান ফিড কোম্পানিকে সরবরাহ করবে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ কোম্পানিটি।
কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, বেঙ্গল ফিডের প্রস্তুতকৃত মাছের খাদ্য পণ্য নিজেদের বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে বাজারজাত করবে আমান ফিড। চুক্তি বাস্তবায়নকালে কোম্পানিটির পণ্য বিক্রির পরিমান বেড়ে ৮ হাজার ৪০০ মেট্রিক টনে দাঁড়াবে। যার বর্তমান বাজার মূল্য ৩৫ কোটি টাকা। এছাড়া একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা বাড়বে ২ কোটি ৮০ লাখ টাকা।
/এসএনএইচ