বনশ্রীতে ইসলামী ব্যাংকের ‘সেবাঘর’ চালু

বনশ্রীতে ইসলামী ব্যাংকের সেবাঘর উদ্বোধনগ্রাহকদের বিভিন্ন সেবা দিতে রাজধানীর বনশ্রীতে ‘সেবাঘর’ চালু করেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
গত শনিবার (১২ মার্চ) এ সেবাঘরের উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান।
ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন জসীম, ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিনসহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তারা।
বিজ্ঞতে জানানো হয় ‘সেবাঘরের’ মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহকরা এটিএম ও আইডিএময়ে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, একাউন্ট খোলা, একাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন, বিনিয়োগ তথ্য ও এমক্যাশ সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. ইস্কান্দার আলী খান বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। এছাড়া সেবাঘরের মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনাও ব্যাংকটির অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
/এসএনএইচ