চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিল ইসলামী ব্যাংক

চট্টগ্রামের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছেচট্টগ্রামের ৩৪টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম, সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মিসেস তাহুরীন সবুর, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইফসুফ, নিজামপুর কলেজের অধ্যক্ষ মো.রফিক উদ্দিন প্রমুখ।
ইসলামী ব্যাংক সিএসআর খাত থেকে ২০১৬ সালে সুবিধা বঞ্চিত মোট দেড় হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষকে শিক্ষিত ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে ইসলামী ব্যাংক কাজ করছে। দেশের ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে ব্যাংকের এ শিক্ষাবৃত্তি ভূমিকা রাখবে।
এ সময় তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রক্রিয়ায় সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।
/এসএনএইচ