দায়িত্বটি অনেক চ্যালেঞ্জিং: নতুন ব্যাংকিং সচিব ইউনুসুর রহমান

ইউনুসুর রহমান‘এরকম একটি সময়ে’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব নেওয়া চ্যালেঞ্জের বিষয় বলে মনে করেন বিভাগের নতুন সচিব মো. ইউনুসুর রহমান। বুধবার নতুন দায়িত্বভার গ্রহণ শেষে বাংলা ট্রিবিউনের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘এরকম একটি সময়ে দায়িত্বটি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে প্রথম পদক্ষেপ কী হবে- জানতে চাইলে সচিব বলেন, ‘সবে তো এলাম। সবার সহযোগিতা চাই। তবে বুঝতে পারছি, দায়িত্বটি চ্যালেঞ্জিং। এ মুহূর্তে কি এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে?’
বুধবার দুপুরেই নতুন দফতরে এসে দায়িত্বভার গ্রহণ করেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব মো. ইউনুসুর রহমান।
প্রজ্ঞাপনের কপি হাতে পাওয়ার পরপরই তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দফতরে আসেন এবং কাজে যোগদান করেন। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস নতুন সচিবের সঙ্গে ছিলেন।

সাক্ষাতের সময় অর্থমন্ত্রী তাকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। এ সময় নতুন সচিব অর্থমন্ত্রীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মো. ইউনুসুর রহমান সাবেক ব্যাংকিং সচিব ড. এম আসলাম আলমের স্থলাভিষিক্ত হলেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির দায়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে মঙ্গলবারই ড. আসলাম আলমকে ব্যাংকিং বিভাগ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যদিও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে বুধবার। নতুন ব্যাংকিং সচিব মো. ইউনুসুর রহমান অর্থ মন্ত্রণালয়ে যোগদানের আগে বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার টালমাটাল প্রেক্ষাপটে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, দুই ডেপুটি গভর্নরকে অপসারণের সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকেও সরিয়ে দেওয়া হয়।

সচিব পদ থেকে সরিয়ে ওএসডি হওয়ার খবর মঙ্গলবারই পেয়েছিলেন ড. আসলাম আলম। তাই তিনি মঙ্গলবারই বিভাগের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন।

/এসআই/এজে/