সোনার দাম বাড়লো, প্রতিভরি ১ লাখ ৬৭ হাজার

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা। শনিবার (১৭ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে ঊর্ধ্বগতির কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৮ মে) থেকে এই মূল্য কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট: ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা

তবে রূপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকা ভরিতে বিক্রি হচ্ছে।

সোনার মূল্যবৃদ্ধির এই ধারা চলমান বৈশ্বিক বাজারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।