এনবিআর বিলুপ্তির প্রতিবাদে লাগাতার ‘অসহযোগ কর্মসূচি’, শনিবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ‘অসহযোগ কর্মসূচি’র ঘোষণা দিয়েছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা জানিয়েছেন, আগামী শনিবার (২৪ মে) থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ব্যতীত দেশের সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হবে।

বুধবার (২১ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বক্তারা বলেন, সরকার তাদের দাবির ব্যাপারে অনড় থাকলে আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে এনবিআরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

গত এক সপ্তাহ ধরে এনবিআরের কর্মকর্তারা প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ‘কলম বিরতি’ পালন করে আসছিলেন। তবে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না আসায় এবার আরও কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক করার লক্ষ্যে জারি করা অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার কমিটির (রেভিনিউ রিফর্ম কমিটি) সুপারিশ প্রকাশ এবং সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজস্ব ব্যবস্থার পুনর্গঠনের দাবি তোলা হয়।

আন্দোলনকারীরা জানান, আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হবে। এর আগে মঙ্গলবার অর্থ উপদেষ্টাসহ সরকারের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কর কমিশনার হাছিনা আখতার, এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের সিনিয়র কর্মকর্তা এবং এনবিআরের বিভিন্ন স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্দোলনের কারণে দেশের রাজস্ব আহরণ কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।