বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি

দেড় হাজার ল্যাপটপ সন্দেহের তালিকায়

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাফতরিক কাজে ব্যবহৃত সব ল্যাপটপ বুধবারের (৩০ মার্চ) মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিজার্ভের ডলার চুরির ঘটনায় তদন্তের স্বার্থেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। প্রায় দেড় হাজার ল্যাপটপ সন্দেহের তালিকায় আছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের শুভঙ্কর সাহা জানান, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি এই সব ল্যাপটপ পরীক্ষা করবে। ল্যাপটপ জমা দেওয়ায় যেসব কর্মকর্তাদের সাময়িক সমস্যা হবে তারা অফিসে ডেস্কটপ ব্যবহারের সুযোগ পাবেন। বৃহত্তর স্বার্থে তাদের সাময়িক সমস্যা মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার বিকেলেই ল্যাপটপ জমা দেওয়া সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।

চুরি যাওয়ার অর্থ ফেরত পাওয়ার আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও এন্টি মানি লন্ডারিং কাউন্সিল বাংলাদেশ ব্যাংককে অর্থ ফেরত পাওয়ার বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে।  

/জিএম/এফএস/ এমএনএইচ/