‘আয় বৈষম্য বাড়ছে, তবে সামাজিক বিদ্রোহের সম্ভাবনা নেই’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

দেশে আয় বৈষম্য বাড়ছে তবে এটিকে কেন্দ্র  করে কোনও সামাজিক বিদ্রোহ হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ বিষয়ে সরকার সতর্ক দৃষ্টি রাখছে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক রিপোর্টাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে উদ্যোক্তা তহবিল গঠনের প্রস্তাবকে নাকচ করে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের তহবিল গঠন করাটা সরকারের জন্য উচিত হবে না।

তিনি আরও বলেন, এনবিআর-এর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে কর অফিস স্থাপনের জন্য। বর্তমানে দেশের ৮৬টি উপজেলায় কর অফিস রয়েছে। বাকি উপজেলাগুলোতেও কর অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বাস্তবায়নে ফিনান্সিয়ালের কাউন্সিল এখনই গঠন হবে না। এজন্য আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।’

এছাড়া আগামী অর্থবছর পরিবর্তনের কোনও সুযোগ নেই বলে জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, ইআরএফ-এর সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক সভাপতি সালাউদ্দিন মাহমুদ বাদল, মনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ইআরএফ- এর সাবেক সাধারণ সম্পাদক নুরুল আহসান খান ও আবু কাউসারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকরা। 

/এসআই/এআর/এসটি/