এভিন্স টেক্সটাইলের আইপিও অনুমোদন

এভিন্স টেক্সটাইএভিন্স টেক্সটাইল লিমিটেড নামের এক কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার বিএসইসি’র কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এভিন্স টেক্সটাইল লিমিটেড পুঁজিবাজারে ১ কোটি ৭০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে মোট ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্যে  ধরা হয়েছে ১০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকা-বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
/এসএনএইচ/