মতিন স্পিনিংয়ের এমডি ও পরিচালকদের জরিমানা

মতিন স্পিনিংপুঁজিবাজারের তালিকাভুক্ত মতিন স্পিনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 
সোমবার বিএসইসি’র কমিশন সভায় এ জরিমানা করা হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমতি পত্রের পার্ট বি-এর ৭ নম্বর শর্ত অনুযায়ী প্রসপেক্টাসে বর্ণিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে আইপিও’র টাকা ব্যয় করা যাবে না। কিন্তু মতিন স্পিনিং কোম্পানির কর্তৃপক্ষ পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা প্রকল্পে ব্যবহার না করে বিভিন্ন ব্যাংকে এফডিআর করেছে। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রকল্পের কাজে ব্যয় করছে। ফলে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তর ১২ মাসের মধ্যে আইপও ফান্ড ব্যবহারে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। আর এ অনিয়মের জন্যই কোম্পানির এমডি ও পরিচালকদের জরিমানা করেছে কমিশন।
/এসএনএইচ/