ডিবেঞ্চার ছেড়ে ৩৫ কোটি টাকা সংগ্রহ করবে ওয়াটা কেমিক্যাল

ওয়াটা কেমিক্যালসপুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল কোম্পানি কর্তৃপক্ষের ডিবেঞ্চার ছেড়ে টাকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে পুঁজিবাজার থেকে আবারও ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে পারবে কোম্পানিটি।
সোমবার কমিশনের ৫৬৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবেঞ্চারটি হবে রিডিমেবল, নন কনভার্টবেল (যা শেয়ারে রূপান্তর হবে না), কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিভ। যার মেয়াদ হবে ৬ বছর। ১ বছর গ্রেস পিরিয়ডসহ ডিবেঞ্চারটি ৭ বছরে পূর্ণ দায়মুক্ত হবে। তবে শুধু ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ডিবেঞ্চারে অর্থায়ন করবে।
ডিবেঞ্চার ইস্যুর করার মাধ্যমে কোম্পানিটি অর্থ উত্তোলন করে দেশি বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশ কেনার আগে বিআরএমই সম্পন্ন করবে।
ওয়াটা কেমিক্যাল রিডিমেবল, নন কনভার্টবেল, কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিভ ডিবেঞ্চারের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। মোট ডিবেঞ্চারের সংখ্যা হবে ৩ কোটি ৫০ লাখ।
/এসএনএইচ/