অর্ধবার্ষিকীতে ডোরিন পাওয়ারের মুনাফা কমেছে

ডোরিন পাওয়ারপুঁজিবাজারের তালিকাভুক্ত ডোরিন পাওয়ার কোম্পানি লিমিটেডের চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৫) গত অর্থবছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে আড়াই কোটি টাকা কিছুটা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা।
গত অর্থ বছরের একই সময়ে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ২ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস ছিল ৭২ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানি মুনাফা কমেছে ২ কোটি ৫৫ লাখ টাকা।
এছাড়া চলতি অর্থবছরের ছয় মাসের হিসেবে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৫) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা।
গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমান ছিল ৭ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
এদিকে আগামী বুধবার থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।
আইপিও মাধ্যমে পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি।

প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ মোট ২৯ টাকায় শেয়ার বিক্রি করেছে কোম্পানিটি।

/এসএনএইচ/