তেল কোম্পানির শেয়ার দর বাড়ায় ঊর্ধ্বমুখী লন্ডন পুঁজিবাজার

লন্ডন পুঁজিবাজারের লেনদেনলন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত তেল কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় রবিবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লক্ষ্য করা গেছে লন্ডন পুঁজিবাজারে।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৬৭ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৬ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।
তেল কোম্পানিগুলোর মধ্যে বিপি’র শেয়ার দর ৩ দশমিক ৩ শতাংশ এবং রয়েল ডাচ্ কোম্পানির শেয়ার দর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের পরিমান কমে আসছে শুক্রবারে এমন সংবাদের ভিত্তিতে তেল কোম্পানিগুলোর দাম বাড়তে থাকে।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৪১ দশমিক ৫২ ডলার এবং ইউএস ক্রুড অয়েল ৫ শতাংশ বেড়েছে ৩৯ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া লন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত খনি কোম্পানিগুলোর শেয়ার দরও এদিন বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাংলো আমেরিকান কোম্পানির শেয়ার দর ৮ দশমিক ১ শতাংশ এবং বিএইচপি বিলিটনের শেয়ার দর ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৫০ শতাংশ বাড়ছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ১১৫ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮২৯ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪৩৪ পয়েন্টে, ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩৫৪ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ৯১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬২২ পয়েন্টে, মস্কোর এমআইসিইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ/