টেসকোর মুনাফা বাড়লেও শেয়ার দর কমেছে

সুপার মার্কেট কোম্পানি টেসকোলন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃহৎ সুপার মার্কেট প্রতিষ্ঠান টেসকো কোম্পানির মুনাফা বাড়লেও বুধবার কমেছে কোম্পানিটির শেয়ার দর।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন লন্ডন পুঁজিবাজারের এফটিএসই-১০০ সূচক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লন্ডন পুঁজিবাজারে খনি কোম্পানিগুর শেয়ার দর এদিন দাম বাড়ার শীর্ষে অবস্থান করে। মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যে দাম বৃদ্ধি এবং চীনের বাণিজ্য বাড়ার খবরে খনি কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিন অ্যাংলো আমেরিকান কোম্পানির শেয়ার ৫ দশমিক ৬ শতাংশ এবং রিও টিনটো কোম্পানির শেয়ার দর ৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পায়।
অন্যদিকে, গত তিন বছরের মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সুপার মার্কেট প্রতিষ্ঠান টেসকোর বিক্রি বাড়লেও এদিন এ কোম্পানির শেয়ার ৩ দশমিক ৯ শতাংশ দর হারিয়েছে।
টেসকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ লুইস কিছুদিন আগে কোম্পানির চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। তিনি সেদিন জানিয়েছিলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্য মূল্যে অতিরিক্ত বিনিয়োগ করায় চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানিটির মুনাফা কমতে পারে।
এদিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমলেও ইউরোর বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
/এসএনএইচ/