দেউলিয়া থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রে ফাইল করেছে ‘পিবডি এনার্জি’

পিবডি এনার্জিব্যক্তিমালিকানাধীন বিশ্বের বৃহৎ কয়লা উৎপাদনকারী ‘পিবডি এনার্জি’  কর্তৃপক্ষ কোম্পানিটিকে দেউলিয়া থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রে একটি ফাইল করেছেন। মূলত কয়লার দাম কমে যাওয়ায় সময়মতো কোম্পানিটির ঋণ পরিশোধ অনিশ্চত হয়ে পরেছে। ফলে কর্তৃপক্ষ কোম্পানিটির দেউলিয়া হওয়ার আশঙ্কা করছে।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মূলত ঋণ কমানো এবং কোম্পানির সকল খনি ও অফিসগুলো সচল রাখতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্লেন কেলো বলেন, এ ধরনের সিদ্ধান্ত খুবই কঠিক তবে কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য এটাই সঠিক পথ।
মূলত অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাকারথার অধিগ্রহণের ফলে কোম্পানিটির ঋণ সমস্যা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। ২০১১ সালে কোম্পানিটি অধিগ্রহণ করতে পিবডি এনার্জিকে প্রায় ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা আড়াই বিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হয়েছিল। কিন্তু বিশ্বব্যাপী কয়লার চাহিদা কমার পাশাপাশি দাম কমায় কোম্পানিটির ঋণ পরিশোধ অনিশ্চিত হয়ে পরে।  
/এসএনএইচ/