বিশ্ব বাজারে তেলের দাম আরও কমলো

বিশ্ব বাজারে তেলের দাম আবারও কমলোবিশ্ব বাজারে তেলের দাম আরও এক ধাপ কমেছে। মূলত দোহায় অনুষ্ঠিত তেল উৎপাদনকারী দেশগুলোর বৈঠকে কোনও সিদ্ধান্তে না আসতে পারায় তেলের দাম আরও কমেছে।
বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
তেলের দর বাড়াতে গত রবিবার কাতারের দোহায় বৈঠকে বসে এর উৎপাদক দেশগুলো। কিন্তু এতে ইরান সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়।
ওই বৈঠকের পর বিশ্ব বাজারে ৭ শতাংশ দাম কমে এক ব্যারেল অপেক্ষাকৃত উন্নতমানের অপরিশোধিত ব্রেন্টক্রুড তেল ৪১ দশমিক ২৩ ডলার এবং ইউএস ক্রুড তেল ৩৮ দশমিক ৪৮ ডলারে বিক্রি হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বে বৈঠকে ওপেকভুক্ত ও ওপেকের বাইরের বেশ কয়েকটি দেশ অংশ নেয়। বৈঠকে সৌদি আরব তেলের উৎপাদন কমিয়ে বাজার চাঙ্গা করার কথা ভেবেছিল। কিন্তু ইরান তেলের বাজার চাঙ্গা হোক আর না হোক উৎপাদন বাড়াতে চায়। ফলে দেশটি ওই বৈঠকে অংশ নেয়নি।
আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় গত ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে পণ্যটির দাম কমতে থাকে। ওই সময় এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ১১৭ ডলার। গত দেড় বছরে এই দর কমতে কমতে ২৬ ডলারে এসে ঠেকে। এরপরই নড়েচড়ে বসতে শুরু করে তেল উৎপাদনকারী দেশগুলো। তারই ধারাবাহিকতায় রবিবার দোহায় বৈঠকে বসে ওপেকভুক্ত দেশগুলো। বৈঠকের তেলের উৎপাদন জানুয়ারির পর্যায়ে সীমিত করার চুক্তি হওয়ার কথা ছিল।
/এসএনএইচ/