নিত্যপণ্য কোম্পানির শেয়ার দর বাড়লেও লন্ডন পুঁজিবাজারে পতন



লন্ডন পুঁজিবাজারলন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত নিত্যপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ার দর বাড়লেও কমেছে সূচক। এছাড়া খনি কোম্পানিরগুলোর শেয়ার দর এদিন দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে।
তবে এদিন লন্ডন পুঁজিবাজারের প্রধান সূচক এফটিএসই-১০০ সূচক ১৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি এবং পাউন্ডের মূল্য পতনের কারণে লন্ডন পুঁজিবাজারের সূচক কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এছাড়া এদিন যুক্তরাজ্যের বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৪৩ দশমিক ৩৮ ডলারে বিক্রি হলেও আমেরিকান ক্রুড অয়েলের মূল্য ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪১ দশমিক ৭৩ ডলারে বিক্রি হচ্ছে।
বুধবার লেনদেনের শুরুতে অস্ত্র উৎপাদনকারী কোম্পানির শেয়ার ৪ শতাংশ বৃদ্ধি পেলেও লেনদেন শেষে এ হার ২ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। গত বছর এ কোম্পানিগুলোর মুনাফা ১৪ শতাংশ বেড়েছে।
তবে প্লাস সাইজ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এন ব্রাউনের শেয়ার দর ১৪ শতাংশ দর হারিয়েছে এবং পাঞ্চ ট্রাভেল কোম্পানির শেয়ার দর ৮ শতাংশ বেড়েছে।
এ ভ্রমণ কোম্পানির পক্ষ থেকে জানানো হয় কোম্পানির মুনাফা ৩ শতাংশ বেড়েছে এবং প্রতিষ্ঠানটির ঋণ চলতি বছরে আরও কমানো সম্ভব হবে।
মুদ্রা বাজারে ডলারের বিপরীতে পাউন্ড ০ দশমিক ২ শতাংশ দর হারিয়ে ১ দশমিক ৪৩ ডলারে এবং ইউরোর বিপরীতে ০ দশমিক ৩ শতাংশ দর হারিয়ে ১ দশমিক ২৬ ইউরোতে লেনদেন হচ্ছে।
/এসএনএইচ/