১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতনতুন ভ্যাট আইন কার্যকর হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকেই। এ বিষয়ে পুরোপুরি অনড় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘১ জুলাই থেকেই এ আইন কার্যকর হবে। সেক্ষেত্রে হার হবে ১৫ শতাংশ। এর কোনও বিকল্প নেই।’
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তবে বৈঠকে উপস্থিত এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ব্যবসায়ীদের দাবি অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন, এখনও সুযোগ আছে। বিষয়টি আমরা বৈঠকে উপস্থাপন করেছি।’
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যবসাবান্ধব সরকার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেবেন। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সে বিষয়টি মাথায় রাখতে হবে। সরকারের এই মেয়াদেরও সময় প্রায় শেষ। কাজেই এসব বিষয় মাথায় রেখে ভ্যাট আইন কার্যকরের বিষয়ে অর্থমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্তই নেবেন আশা করি।’

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ. রহমান ও কাজী আকরামউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

/এসআই/জেএইচ/