বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী লকডাউন। আর তাই রবিবারেই অনুষ্ঠিত হচ্ছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের ভোট।

রাজধানীর হোটেল রেডিসনে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ঢাকার নির্বাচনের ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সম্মিলিত পরিষদ ও ফোরাম নামের দুটি প্যানেল থেকে নির্বাচনে ৩৫ পরিচালক পদে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাবি অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার নির্বাচনি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবার অর্থাৎ ২০১৯-২১ মেয়াদে বিজিএমইএর মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৯৭ জন, বাকি ৩৫৮ জন চট্টগ্রামের। তাদের ভোটে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। বিজয়ীদের মধ্য থেকে পরে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি হবেন।