ভোজ্যতেল আমদানিতে ভ্যাটমুক্ত সুবিধা আরও তিন মাস

ভোজ্যতেল আমদানিতে ভ্যাটমুক্ত সুবিধা আরও তিন মাস বাড়িয়েছে সরকার। ভোজ্যতেলের দাম যাতে নতুন করে না বাড়ে সে জন্য এই সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ আদেশ সংক্রান্ত এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ১ অক্টোবর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে বলে জানিয়েছে এনবিআর।

ভোজ্যতেলের দাম ভোক্তার নাগালে রাখতে ছয় মাস ধরে ভ্যাটমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। এর আগে আগামী জুন পর্যন্ত এই সুবিধা বাড়াতে ২০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরকে চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে ভোজ্যতেলে আমদানি পর্যায়ে ৫ শতাংশ ছাড়া আর কোনও স্তরে ভ্যাট নেই। এ সুবিধা দুই দফা পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ এ সুবিধার মেয়াদ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ব্যবসায়ীদের ওপর চাপ কিছুটা কমাতে গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পর ভোজ্যতেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। সেই মেয়াদ শেষ হয় শুক্রবার।