চোরাচালানের সিগারেট বিক্রিতে এনবিআরের বিশেষ সতর্কতা

চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা সিগারেট সরবরাহ, বাজারজাতকরণ ও বিক্রির বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২ মার্চ) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন এ তথ্য জানান।

এনবিআর থেকে বলা হয়েছে, ব্যান্ডরোলবিহীন কিংবা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট কিংবা বিড়ি তৈরি, মজুত, সরবরাহ, বিক্রি ও ব্যবহারও দণ্ডনীয় অপরাধ। তাই সব আমদানিকারক, উৎপাদনকারী, সরবরাহকারী ও ব্যবসায়ীদের দেশের প্রচলিত আইন পরিপালন ছাড়া বিদেশি সিগারেট আমদানি, উৎপাদন, সরবরাহ, বাজারজাত ও বিক্রি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেফাজতে চোরাচালান করা বিদেশি সিগারেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘কাস্টমস আইন, ১৯৬৯’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ এবং ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’ মোতাবেক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।