আকিজ বিড়ির ১০ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

নাভারণে বিক্ষোভ করছেন আকিজ বিড়ি ফ্যাক্টরিরর শ্রমিকরাপূর্ব ঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে থাকা আকিজ বিড়ির ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার থেকে এসব কারখানা বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে পড়েছে এসব কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক।
কোম্পানি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকেই যশোরের নাভারণে আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এমনকি কারখানার ভেতরে থাকা কর্মকর্তাদের অবরোধ করে রাখেন তারা।
নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা ফজলুর রহমান বলেন, হঠাৎ করেই ফ্যাক্টরি বন্ধ ঘোষণার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত ফ্যাক্টরি চালু করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
যোগাযোগ করা হলে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার সোহেল হোসেন বলেন, শ্রমিকদের বেতন দিতে না পারার কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
/এসএনএইচ/টিএন/