লকডাউনের ঘোষণায় পুঁজিবাজারে দরপতন

বড় দরপতনের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারের (৪ এপ্রিল) পুঁজিবাজার। লকডাউনের ঘোষণায় শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।

লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ১১৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ২৫৩ পয়েন্ট। পাশাপাশি কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের প্রথম ঘণ্টা অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৪৯ পয়েন্ট কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে সাতটির, কমেছে ২৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। এ সময়ের মধ্যে ১৫২ কোটি ৬৬ লাখ ছয় হাজার টাকা লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে আট কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা। এর মধ্যে দাম বেড়েছে সাতটির, কমেছে ৮১টির, অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের।