রবির মুনাফা ৩৪ কোটি টাকা

৩৪ দশমিক ৩ কোটি টাকা কর পরবর্তী মুনাফা নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ করলো মোবাইল অপারেটর রবি। নতুন ১০ লাখ গ্রাহক যোগ হয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৯ লাখে। অপারেটরটির মোট গ্রাহকের ৭০ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট গ্রাহক।

রবিবার (১১ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বছরের প্রথম প্রান্তিকের এসব তথ্য জানায় অপারেটরটি।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, বছরের শুরু থেকেই আমাদের আর্থিক অগ্রগতির হার আশাব্যঞ্জক। এই ইতিবাচক অগ্রগতির ফলে একটি অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করতে পেরে আমরা গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, মূল আয়ের ওপর ২ শতাংশ ন্যূনতম করের প্রভাবে মুনাফা প্রত্যাশিত হারে বাড়েনি। শুধু তাই নয়, এই করের প্রভাবে তালিকাভুক্ত টেলিযোগাযোগ কোম্পানিগুলোর জন্য করপোরেট করে (৪০ শতাংশ) যে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সে সুবিধা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি।’

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা, যা ওই প্রান্তিকের মোট রাজস্বের ৫৬ দশমিক ৩ শতাংশ।  কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকে মূলধনী বিনিয়োগ করেছে ১৫০ দশমিক ৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত রবি’র নেটওয়ার্কের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০২টি, যার শতভাগই ফোরজি সাইট।