আটকে গেল এফএএস ফাইন্যান্সের এমডির বিদেশযাত্রা

আর্থিক প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রীতিশ কুমার সরকারের বিদেশযাত্রা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা ও এর কার্যবিবরণী চূড়ান্ত না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে না যাওয়ার জন্য রবিবার (৬ জুন) চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এফএএস ফাইন্যান্স আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন প্রতিষ্ঠান।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, গত ৬ মে এফএএস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় এমডি প্রীতিশ কুমার সরকারকে চলতি মাসের ৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা যাওয়ার ছুটির অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত কাজে তিনি এই সময়ে আমেরিকায় অবস্থান করবেন বলে পর্ষদকে অবহিত করেন। তখন এফএএস ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার মো. জাহাঙ্গীর আলম।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, নতুন পর্ষদের প্রথম সভা ও তার কার্যবিবরণীর অনুমোদন না হওয়া পর্যন্ত এমডিকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হলো।