তিন মাস পরপর আমদানির তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে

আগামী সেপ্টেম্বর মাস থেকে আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফিন্যান্সিং (পিআইএফ)-এর তথ্য প্রতি তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
 
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি পরবর্তী অর্থায়ন বা পোস্ট ইমপোর্ট ফাইন্যান্সিং (পিআইএফ) প্রতি তিন মাস অন্তর হার্ড ও সফট কপি ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন এ দাখিল করতে হবে। একইসঙ্গে বিবরণীর একটি অনুলিপি ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগের টাস্কফোর্স সেলেও পাঠাতে বলা হয়েছে।

এ নির্দেশনা চলতি বছরের সেপ্টেম্বরে সমাপ্ত ত্রৈমাসিক হতে কার্যকর হবে।