এসআইবিএল থেকে মাহবুব-উল-আলমের পদত্যাগ

বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চেয়ারম্যান মাহবুব-উল-আলম পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশের বাইরে চলে গেছেন বলে জানা গেছে। এদিকে পদত্যাগ করেছেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  (এএমডি) আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। পদত্যাগপত্র জমা দেওয়ার পর গত রবিবার থেকে অফিসে যাচ্ছেন না তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চেয়ারম্যান মাহবুব–উল–আলম ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) ও প্রধান নির্বাহী ছিলেন। ইসলামী ব্যাংকে মেয়াদ শেষ হওয়ার পর মাহবুব–উল–আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হন। এরপর তিনি এসআইবিএলে চেয়ারম্যান পদে নিয়োগ পান। তিনি ব্যাংকটির মালিকানায় থাকা চট্টগ্রামের হাসান আবাসন লিমিটেডের পক্ষের মনোনীত পরিচালক। 

পদত্যাগ করা এএমডি আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া এসআইবিএলে যোগ দেওয়া আগে ইসলামী ব্যাংকেরই উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর গত রবিবার থেকে অফিসে যাচ্ছেন না আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালে এসআইবিএলের মালিকানা পরিবর্তনের পর আগের সব পরিচালককে বাদ দেওয়া হয়। যে ব্যবসায়ী গ্রুপটি এই ব্যাংকের মালিকানা নিয়েছে, তারাই ব্যাংকটিতে সব পরিচালক নিয়োগ দেয়। এই প্রক্রিয়ায় প্রথমে এসআইবিএলের চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে। পরে মাহবুব-উল-আলম চেয়ারম্যান হন।