‘নাইট অফিসার’ উপাধি পেলেন এনভয় চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ

কুতুবুদ্দিন আহমেদ (ছবি: সংগ্রহ)স্পেনের রাজার দেওয়া সর্বোচ্চ উপাধি ‘নাইট অফিসার’ এ ভূষিত হলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী কুতুবুদ্দিন আহমেদ। তিনি শেল্টেক ও এনভয় গ্রুপের চেয়ারম্যান।

সোমবার (১ জুন) এনভয় টেক্সটাইলের পরিচালক তানভীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। কুতুবুদ্দিন আহমেদ তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ছিলেন।

তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কার ২০০২ লাভ করেছেন তিনি। ২০১৬ সালে তিনি সেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার লাভ করেন।

কুতুবুদ্দিন আহমেদ বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করেছেন। শুধু উদ্যোক্তা কিংবা তৈরি পোশাক নয়, তিনি একাধারে আবাসন শিল্প, নির্মাণ শিল্প, সিরামিক, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খাতেও একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।