আগামী বছরের মধ্যেই রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার

ফাইল ছবি২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা (ভার্চুয়াল) শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘এখন নভেম্বর মাস। এরপর ডিসেম্বর এবং পরবর্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৪ মাসের মধ্যে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইনশাআল্লাহ ৫০ বিলিয়ন ডলার।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দিনশেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, রিজার্ভের এই অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা বা বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে কিনা তা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে লাভবান হবো, এমন কাজেই এই অর্থ লাগানো হবে।