বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জালিয়াতি!

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জালিয়াতি করে একটি চক্র গণমাধ্যমকে বিভ্রান্তিতে ফেলে। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কঠোর লকডাউনেও ব্যাংকের সব ধরনের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেওয়ার আগেই একটি চক্র জাল সার্কুলার ছড়িয়ে দেয়। ব্যাংক খোলা রাখা বিষয়ে তখনও কোনও সার্কুলার জারি হয়নি।

গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সই করা যে সার্কুলার প্রকাশ হয়েছে সেটি বাংলাদেশ ব্যাংকের নয় বলে জানায় কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭ টা ২০মিনিটে মো. সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ব্যাংক কোনও সার্কুলার জারি করেনি। অবশ্য কিছুক্ষণ পরে সব ব্যাংক খোলার রাখার নির্দেশনাসহ সার্কুলার জারি করা হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে।

আরও পড়ুন- ব্যাংক খোলা থাকবে