২৫ আগস্ট পর্যন্ত চাল আমদানির আবেদন

আমদানির লক্ষ্যে কমানো শুল্কহারে চাল আমদানির জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ আগস্ট পর্যন্ত আমদানি করতে পারবে। নির্দিষ্ট ফরমে খাদ্য মন্ত্রণালয়ে এই আবেদন করতে হবে।

রবিবার (১৫ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেসরকারিভাবে আপাতত ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত রয়েছে। আবেদন ফরম অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানগুলো আবেদন করবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আগামী ২৫ আগস্ট পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর আবেদনকারীদের মধ্য থেকে চাল আমদানির অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করবে খাদ্য মন্ত্রণালয়।’

উল্লেখ্য, গত ১২ আগস্ট চাল আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে এনবিআর। এই সুবিধা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।

এর আগে গত বছর চালের দাম বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণ ও আমদানি উৎসাহিত করতে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশে নামানো হয়, যার মেয়াদ গত এপ্রিলে শেষ হয়েছে।