কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২১

পঞ্চগড়ের আনন্দধারায় কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের প্রায় ৭৫ জন কর্মকর্তা ও কর্মচারী এই অনুষ্ঠানে উপস্থিত হন।

প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) এস এম এম ইব্রাহিম মাহমুদ তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠান উদ্বোধন করেন। এস এম এম ইব্রাহিম মাহমুদ তার বক্তৃতায় বাংলাদেশ এফএমসিজি মার্কেটের চা শিল্পের পরিধি এবং কাজী অ্যান্ড কাজী অর্গ্যানিক টি’র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনার কথা জানান। সেলস ও মার্কেটিং ডিপার্টমেন্টকে ২০২২ ও আগামী বছরগুলোতে কোম্পানির উদ্দেশ্য পূরণের লক্ষ্যে দক্ষ, অভিযোজন-যোগ্য এবং শৃঙ্খলাবদ্ধ হওয়ার নির্দেশ দেন।

কাজী অ্যান্ড কাজী টি’র টিমকে অনুপ্রাণিত করতে লিডারশিপ, সেলস এবং আত্ম-উন্নয়নমূলক দিনব্যাপী কর্মশালা পরিচালিত হয় মহাব্যবস্থাপকের পরিচালনায়।

অনুষ্ঠানে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের ২১ বছরের যাত্রা সম্পর্কে জানান সিইও সৈয়দ সোয়েব আহমেদ। তিনি তার বক্তৃতায় অর্গ্যানিক চায়ের গুণাগুণ ও মান সম্পর্কে বলেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক জৈব প্রক্রিয়া বজায় রাখার জন্য আমরা আমাদের চাষ প্রক্রিয়ায় নিম-ভিত্তিক জৈব-কীটনাশক এবং গোবর-ভিত্তিক সার ব্যবহার করি। যেটি অর্গ্যানিক চায়ের মান ধরে রাখতে সহায়তা করে।’

মার্কেটিং বিভাগের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার আজবিনুর ইসলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের ব্র্যান্ড এবং মার্কেটিংয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আজবিনুর ইসলাম বলেন, কাজী অ্যান্ড কাজী এর চায়ে কোনও কীটনাশক ব্যবহার করা হয় না এবং বাংলাদেশ কাজী এবং কাজী আন্তর্জাতিক সনদ প্রাপ্ত ১০০ ভাগ অর্গ্যানিক ব্র্যান্ড। তিনি উল্লেখ করেছেন, ব্ল্যাক টি বাজারে কাজী অ্যান্ড কাজীর টি’র ৪০০ গ্রাম ফ্যামিলি প্যাকের বিপুল সম্ভাবনা রয়েছে।

বিক্রয় সম্মেলন অনুষ্ঠানটি সাংস্কৃতিক ও র‌্যাফেল ড্র প্রোগ্রামের মধ্য দিয়ে শেষ হয়।