সোয়ান গ্রুপের বিরুদ্ধে ৩৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ

সোয়ান গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৬ কোটি ৬৯ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্তে মোট ১৩৬ কোটি টাকার পণ্য বিক্রির হিসাব গোপন করার প্রমাণ পাওয়া গেছে। ওই অভিযোগে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো— গাজীপুরের কালিয়াকৈরে সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফোম), সোয়ান কেমিক্যালস লিমিটেড এবং রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ম্যাট্রেস)। প্রতিষ্ঠান তিনটি মূলত ফোম, ম্যাট্রেস, কেমিক্যাল ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদন ও সরবরাহ করে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক ব্যক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রকৃত সেবা বিক্রি গোপন করে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে— এমন অভিযোগে ভ্যাট গোয়েন্দা অধিদফতরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সাজেদুল হকের নেতৃত্বে ২০২১ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠানটির গুলশানের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষে তিন প্রতিষ্ঠানের মোট ৩৬ কোটি ৬৯ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি ধরা পড়ে। তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।’

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘ভ্যাট আদায়ে আইনগতভাবে পরবর্তী কার্যক্রম নেওয়ার জন্য দুটি মামলা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে পাঠানো হবে।