এক্সচেঞ্জ হাউজকে ডলারের রেট নির্দিষ্ট করার সুপারিশ

প্রবাসী‌দের পাঠা‌নো রেমিট্যান্স এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ভিন্ন ভিন্ন রেটে (হারে) রেমিট্যান্স সংগ্রহ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো। এ কারণে রেমিট্যান্স সংগ্রহে টাকার হার নির্দিষ্ট করার সুপারিশ ক‌রে‌ছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

বুধবার (১২ জানুয়া‌রি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স‌ঙ্গে সাক্ষাৎকালে এ সুপারিশ করেন এবিবির নতুন কমিটির সদস্যরা।

জানা যায়, এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ব্যাংকগুলোকে ভিন্ন ভিন্ন রেটে (হারে) রেমিট্যান্স সংগ্রহ করতে হয়। ব্যাংকভেদে প্র‌তি মা‌র্কিন ডলার ৮৬ থেকে ৮৮ টাকা বা তার চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করে থা‌কে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংক। ডলারের দাম বাড়লে এই সমস্যা বেশি দেখা দেয়।

অবশ্য বাংলাদেশ ব্যাংক বলছে, এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বসে একটি সমঝোতা করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রযোজনীয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স বৈধ উপায়ে দেশে পাঠানোকে উৎসাহিত করতে প্রণোদনা আড়াই শতাংশ করেছে সরকার।