ডব্লিউসিও’র সার্টিফিকেট অব মেরিট পেলো ইআরএফ

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) পেয়েছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)-এর সার্টিফিকেট অব মেরিট সম্মাননা।

বুধবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রুপসী বাংলা গ্র্যান্ড বলরুমে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ইআরএফ সভপতি শারমিন রিনভি এবং সাধারণ সম্পদক এস এম রাশেদুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন।

ইআরএফ জানিয়েছে, ইআরএফ এবারই প্রথম এ সম্মাননা পেয়েছে।

উল্লেখ্য, টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাটের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অনন্য অবদান রাখার কারণেই ইআরএফকে মনোনীত করেছে এনবিআর।