২০ টাকা কেজিতে পেঁয়াজ টিসিবিতে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে ২০ টাকায়। রবিবার (২৭ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি।

এর আগে টিসিবিতে পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। পেঁয়াজ ছাড়াও প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ ও খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।