ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে প্রয়োজনীয় ভোজ্যতেল মজুত রয়েছে। পর্যাপ্ত তেল পাইপলাইনে রয়েছে। সরবরাহও স্বাভাবিক। তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই। আমদানিকারকদের প্রকৃত ক্রয়মূল্য ও আনুষাঙ্গিক ব্যয় বিবেচনায় ভোজ্যতেলের ন্যায্যমূল্য নির্ধারণ করা হচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৮ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির ২য় সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়। ন্যায়সঙ্গত ব্যবসা পরিচালনা করলে কারও কোনও সমস্যা হবে না।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির উপদেষ্টা।

টিপু মুনশি বলেন, দেশে পেঁয়াজের মজুতও পর্যাপ্ত। সংকট হবে না। দেশীয় পেঁয়াজ উৎপাদকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সাময়িকভাবে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগের যে কোনও সময়ের চেয়ে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে। ন্যায্য দাম পেলে বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ উৎপাদনে আরও আগ্রহী হবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আফজাল হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী আহাদ খান, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মো. আমীন হেলালী, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।