কোনও মূল্যমানের নোট বাতিল হয়নি: বাংলাদেশ ব্যাংক

কোনও মূল্যমানের নোট বাতিল করা হয়নি বলে আবারও জনসাধারণকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কোনও মূল্যমানের নোট বাতিল ঘোষিত হয়নি। এ ব্যাপারে ব্যাংকের নোট বাতিল হওয়া সংক্রান্ত যেকোনও বিজ্ঞপ্তি গুজব, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

এর আগে ১১ মে এক হাজার টাকার ‘লাল নোট’ বাতিল করা নিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, লাল নোট বাতিলের খবরটি সঠিক নয়। ওইদিন  বেসরকারি একাধিক টেলিভিশনে খবর প্রচারিত হয়— এক হাজার টাকার লাল নোট বাতিল করা হয়েছে। ৩০ মে’র মধ্যে এসব নোট ব্যাংকে জমা দিতে হবে। এ খবরে দেশের মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি।

পরে ওই দিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক হাজার টাকার লাল নোট বাতিল হয়েছে— এমন বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ তথ্য সত্য নয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এক হাজার টাকার লাল নোট বা অন্য কোনও নোট অচলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই জনসাধারণকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।