মানববন্ধনের ঘোষণা করোনাকালে চাকরিচ্যুত ব্যাংকারদের  

করোনার সময়ে খরচ কমা‌নোর কথা বলে কর্মী ছাঁটাই ক‌রে‌ছে বেশ কিছু ব্যাংক। তবে পরি‌স্থি‌তি‌ বিবেচনায় ছাঁটাই বন্ধ ও কোভিডকালীন চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া কর্মীদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনার ৯ মাস পার হলেও চাকরি ফিরে পাননি বেশির ভাগ ভুক্তভোগী। একারণে বুধবার (১৫ জুন) মানববন্ধনের ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দেওয়ার পাশাপাশি এ নিয়ে একাধিকবার বাংলাদেশ ব্যাংককে জানানো হলেও মেলেনি কোনও সমাধান। এমন অবস্থায় দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার আন্দোলনে নামছেন ছাঁটাই ও পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকাররা। আন্দোলনের অংশ হিসেবে  বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।

বেসরকারি একাধিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চাকরিচ্যুতির কারণে কয়েক হাজার অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।