কৃষকের প্রণোদনার ঋণ বিতরণের মেয়াদ বাড়লো

করোনায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম থেকে ঋণ বিতরণের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছিল। ঋণ বিতরণের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ তহবিলের মেয়াদ বৃদ্ধি করে একটি নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিল থেকে জামানতবিহীন ও সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারছেন কৃষকরা। তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক নিজস্ব কৃষক ও গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ পাবেন কৃষক।